ইরাকে কুর্দি এলাকায় তুরস্কের বিমান হামলা

তুরস্কের রাজধানী আঙ্কারায় রোববার বোমা হামলার প্রতিক্রিয়ায় বুধবার ইরাকের কুর্দি এলাকায় বিমান হামলা করেছে তুরস্ক৷ হামলায় ইরাকের পাঁচ জেলায় ‘অনেক সন্ত্রাসীকে দমন’ করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়৷ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের একটি শাখা আঙ্কারায় হামলার দায় স্বীকার করেছিল৷

বুধবার ইরাকে হামলা শুরুর আগে তুরস্কের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠকে সিদ্ধান্ত হয় যে, আঙ্কারার হামলাকারীরা সিরিয়া থেকে এসেছিলেন৷ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, এটি নিশ্চিত যে দুই হামলাকারী সিরিয়া থেকে এসেছিলেন এবং তারা সেখানে প্রশিক্ষণ পেয়েছেন ৷ এখন থেকে ইরাক ও সিরিয়ায় থাকা সশস্ত্র কুর্দি গোষ্ঠীগুলোর অবকাঠামো আমাদের নিরাপত্তা বাহিনীর জন্য বৈধ টার্গেট৷ ঐসব এলাকা থেকে তৃতীয় পক্ষদের সরে যাওয়ার পরামর্শ দিচ্ছি আমি৷

এর আগে রোববার আঙ্কারায় হামলার কয়েক ঘণ্টার মধ্যে ইরাকের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় পিকেকের ঘাঁটিতে হামলা করেছিল তুরস্ক৷ এরপর মঙ্গলবার তুরস্কের কুর্দি অধ্যুষিত দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকা থেকে ৬৭ জন সন্দেহভাজন পিকেকে সদস্যকে আটক করা হয়৷

এদিকে, উত্তেজনা বাড়ায় বৃহস্পতিবার তুরস্ক ও ইরাকের প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে আঙ্কারায় বৈঠক হওয়ার কথা রয়েছে৷ আঙ্কারার হামলাকারীরা সিরিয়া থেকে গেছেন বলে তুরস্কের দাবি প্রত্যাখ্যান করেছেন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর কমান্ডার মাজলুম আবদি৷ তার দাবি, তুরস্ক তাদের (এসডিএফ) এলাকায় বর্তমানে যে হামলা করছে এবং ভবিষ্যতে নতুন হামলা চালানো বৈধ করতে অজুহাত খুঁজছে৷

কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজিতে এসডিএফ এর প্রভাব আছে৷ আর ওয়াইপিজি পিকেকের শাখা বলে বিবেচনা করে তুরস্ক৷ এদিকে, তথাকথিত ইসলামির স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে এসডিএফকে সমর্থন করেছিল যুক্তরাষ্ট্র৷ এসডিএফ-এর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করছে তুরস্ক৷ সুইডেনকে ন্যাটোর সদস্য করতে রাজি হওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এমন সিদ্ধান্ত তুরস্ক চাইছে, বলে বিশ্লেষকরা মনে করছেন৷

রোববার আঙ্কারায় হামলার দিন তুরস্কে সংসদ অধিবেশন শুরু হয়েছে৷ এই অধিবেশন চলাকালে ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তি চূড়ান্ত করতে সাংসদদের অনুমোদন চাওয়ার কথা৷ কিছু বিশ্লেষক মনে করছেন, পিকেকে হয়ত তুরস্কের অনুমোদন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, কারণ পিকেকে মনে করছে, তুরস্ক অনুমোদন দিলে ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারার সম্পর্ক উন্নততর হতে পারে৷

তুরস্ক ও তার পশ্চিমারা পিকেকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে৷ ২০১৬ সালের পর রোববারই প্রথম আঙ্কারায় বোমা হামলা হলো৷ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে হওয়া এই হামলায় দুজন নিরাপত্তা কর্মী আহত হন৷ পুলিশের গুলিতে হামলাকারীদের একজন নিহত হয়েছেন৷ আরেকজন আত্মঘাতী হামলায় প্রাণ হারান৷ সূত্র: ডিডাব্লিউ, এএফপি

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.