এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে নূন্যতম লড়াইও করতে পারেনি শ্রীলঙ্কা। আগে ব্যাট করে মাত্র ৫০ রানে অল আউট হয়ে গেছে। যদিও ঘরের মাঠে এশিয়া কাপ হওয়ায় দল নিয়ে অনেক বড় প্রত্যাশা ছিল শ্রীলঙ্কার ক্রিকেট ভক্তদের।
ভক্তদের স্বপ্নভঙ্গ হওয়ায় ম্যাচ শেষে ক্ষমা চেয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। দর্শকদের যে হতাশ করেছেন সেটা বুঝতে বাকি নেই শানাকার। তিনি বলেছেন, ‘বিপুলসংখ্যক দর্শক মাঠে এসেছেন, তাঁদের আমি ধন্যবাদ জানাই। আপনাদের হতাশ করায় দুঃখ প্রকাশ করছি।’
বৃষ্টির পূর্ভাবাস ছিল আগে থেকেই। টসের পর বেশ কিছুক্ষণ ঢেকে রাখতে হয়েছিল মাঠও। শানাকা অবশ্য সহজ স্বীকারোক্তি দিয়েছেন, পিচ বুঝতেই ভুল করেছেন তিনি। আগে ব্যাটিংয়ে নেমে ভারতীয় পেসাররা এমন পরীক্ষা নেবেন সেটা হয়তো স্বপ্নেও ভাবেননি লঙ্কান ব্যাটাররা। এর মধ্যে সিরাজের দ্বিতীয় ওভারেই আউট হয়েছেন লঙ্কান চার ব্যাটার।
এর ফলে ম্যাচ বেরিয়ে গেছে হাতের মুঠো থেকে। সিরাজের বোলিংয়ের প্রশংসা করে শানাকা বলেছেন, ‘সিরাজ অসাধারণ বোলিং করেছে। আমি ভেবেছিলাম পিচ ব্যাটসম্যানদের জন্য সহায়ক হবে। তবে মেঘাচ্ছন্ন আবহাওয়ারও এ ক্ষেত্রে ভূমিকা ছিল। আমাদের জন্য খুব কঠিন একটা দিন কেটেছে।’
ব্যাটারদের কাছ থেকে এমন পারফরম্যান্স আশা করেননি শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউডও। তিনি বলেছেন, ‘প্রত্যাশিত মানের চেয়ে খারাপ খেলেছি। যেভাবে আমরা (ব্যাটিংয়ে) গুটিয়ে গেছি, সেটা হতাশাজনক। আজ আমরা খুবই উঁচু মানের বোলিং আক্রমণের বিপক্ষে খেলেছি। সিরাজ আর বুমরাহ অসাধারণ খেলেছে। খুব ভালো গতিতে বল করেছে ওরা। তবে এর সঙ্গে আমাদের দুর্বলতাও ছিল।’
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.