এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক শক্তিশালী করতে ব্র্যাক ব্যাংকের সম্মেলন

বাংলাদেশের দ্রুত-বর্ধনশীল এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক সমৃদ্ধ ব্র্যাক ব্যাংক সম্প্রতি চাঁদপুর অঞ্চলে সফলভাবে একটি এজেন্ট ব্যাংকিং সম্মেলনের আয়োজন করে। এই সম্মেলনটি এজেন্ট ব্যাংকিং ইকোসিস্টেমে এই খাতের বর্তমান পরিস্থিতি, ব্যবসায়িক সম্ভাবনা, পরিপালন এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করতে মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং এজেন্ট পার্টনারদের একত্রিত করে।

শুক্রবার ( ১৫ জুলাই) চাঁদপুরের একটি স্থানীয় হোটেলে আয়োজিত দিনব্যাপী সম্মেলনটি এজেন্ট পার্টনার, এজেন্ট ফিল্ড অফিসার, এজেন্ট রিলেশনশিপ অফিসার এবং ব্রাঞ্চ নেটওয়ার্ক ও এসএমই ব্যাংকিং’র কর্মকর্তাদের মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের একটি সুন্দর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। এই সম্মেলনে এজেন্ট ব্যাংকিং খাতের ব্যবসায়িক উন্নয়ন, মাঠ পর্যায়ের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং সুযোগসমূহ নিয়ে আলোচনা করা হয়েছে।

সম্মেলনে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন হেড অব অলটারনেট ব্যাংকিং চ্যানেল নাজমুর রহিম, হেড অব এজেন্ট ব্যাংকিং মো. নাজমুল হাসান, রিজিওনাল কো-অর্ডিনেটর কামরুল হাসান, ব্রাঞ্চ অ্যান্ড ক্লাস্টার ম্যানেজার অব চাঁদপুর রিজিওন বেলাল হোসেন, হাজীগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার মো. ফারুক হোসেন, লাকসাম ব্রাঞ্চ ম্যানেজার জাকারিয়া মো. শরীফুল ইসলাম এবং চাঁদপুর অঞ্চলের সকল এজেন্ট পার্টনার।

দেশের ৬৪টি জেলায় ১ হাজারেরও বেশি আউটলেট নিয়ে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এই খাতে শীর্ষস্থানীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের ব্যাংকিং পরিষেবার বাইরে থাকা জনগোষ্ঠীকে আর্থিক পরিষেবা প্রদানের লক্ষ্যে তাদের অবিচল প্রতিশ্রুতি ব্র্যাক ব্যাংককে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং আর্থিক ক্ষমতায়ন বিষয়ে একটি আশার প্রদীপ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ব্যাংকিং খাতে শীর্ষস্থানীয় হিসেবে অবস্থান মজবুত করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক তার এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের সম্প্রসারণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে চলেছে। ব্র্যাক ব্যাংক তার ফিল্ড অফিসার এবং এজেন্ট পার্টনারদের মধ্যে সহযোগিতা এবং নলেজ-শেয়ারিংয়ের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং ব্যাংকিং পরিষেবার বাইরে থাকা জনগোষ্ঠী ও সাধারণ আর্থিক পরিষেবার মধ্যে থাকা ব্যবধান পূরণ করতে অবিরাম কাজ করে চলেছে।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.