নাইজারে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সিলভেইন ইত্তে’কে দেশটির সামরিক সরকার পণবন্দি করে রেখেছে বলে অভিযোগ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।
প্যারিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ম্যাকরন বলেন, ফরাসি দূতাবাসে শাব্দিক অর্থেই ইত্তেসহ ফ্রান্সের কূটনৈতিক স্টাফকে পণবন্দি করা হয়েছে। এসব কূটনীতিককে দূতাবাসের বাইরে যেতে দেয়া হচ্ছে না এবং তাদেরকে খাবারও দেয়া হচ্ছে না। নাইজারের সামরিক সরকার ফরাসি দূতাবাসে খাবার প্রবেশ করতে দিচ্ছে না; ফলে রাষ্ট্রদূতসহ অন্যান্য কূটনীতিককে সামরিক রেশন খেয়ে দিনাতিপাত করতে হচ্ছে।
গত ২৬ জুলাই নাইজারের সেনা কর্মকর্তারা এক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজুমকে ক্ষমতাচ্যুত করেন। এরপর গত মাসে সামরিক সরকার ফরাসি রাষ্ট্রদূত সিলভেইন ইত্তেকে নাইজার ত্যাগ করার জন্য ৪৮ ঘণ্টার সময় বেধে দেয়।
কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট নাইজারের সামরিক সরকারকে স্বীকৃতি দিতে কিংবা ওই সরকারের নির্দেশ মেনে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিতে অস্বীকৃতি জানান। আগস্ট মাসের শেষদিকে নাইজারের সামরিক সরকার ফরাসি রাষ্ট্রদূতের কূটনৈতিক দায়মুক্তি প্রত্যাহার করে নেয় এবং তাকে দেশ থেকে বহিষ্কার করতে পুলিশকে নির্দেশ দেয়। কিন্তু দৃশ্যত এখনও ইত্তেকে বহিষ্কার করা হয়নি বরং দূতাবাসের মধ্যে তাকে নজরবন্দি রাখা হয়েছে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.