রোদে পোড়া দাগ দূর করতে আলোভেরা

দেহের খোলা অংশে কালচে ছোপ পড়ে যায়। প্রখর রোদের কারণেই এমনটা হয়। সানস্ক্রিন ব্যবহার করলেও যেন এড়ানো যাচ্ছে না এই দাগ। কারণ একবার সানস্ক্রিন মাখলেও তা সারা দিন ধরে একই রকমভাবে কাজ করতে পারে না। প্রয়োজনে দুই থেকে তিনবার ব্যবহার করতে হয়। যদি তা না করা হয়, তবে সানবার্ন আর ট্যান এড়ানো কষ্টকর। ভারতীয় রূপ বিশেষজ্ঞ শাহনাজ হুসেন জানাচ্ছেন, ত্বক থেকে এই কালচে দাগ তুলতে অ্যালোভেরা বেশ কার্যকর। শুধু সঙ্গে মিশিয়ে নিতে হবে কয়েকটি উপাদান।

১। অ্যালোভেরা জেল বা শাঁসের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। ত্বক পরিষ্কার করে এই মিশ্রণ ত্বকে লাগান। মিনিট দশেক পর পানি দিয়ে ধুয়ে নিন। তবে স্পর্শকাতর ত্বকে এই মিশ্রণ মেখে বেশিক্ষন রেখে দিলে তা অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে।

২। স্পর্শকাতর ত্বক থেকে রোদে পোড়া দাগ তুলতে অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ বেসন এবং ২ চা চামচ টক দই মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। ১৫ মিনিট ত্বকে মেখে রেখে দিন। পুরোপুরি শুকোনোর প্রয়োজন নেই। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩। অ্যালোভেরা জেলের সঙ্গে এক চিমটি হলুদের গুঁড়া মিশিয়ে নিন। চাইলে সামান্য একটু বেসন দেওয়া যেতে পারে। এই মিশ্রণ ভালো করে মিশিয়ে ত্বকে মেখে রাখুন ১৫ মিনিট। এরপর ধুয়ে নিন।

৪। অতিরিক্ত শুষ্ক ত্বক থেকে রোদে পোড়া দাগ তোলার জন্য অ্যালোভেরা জেলের সঙ্গে মধু এবং ডিমের সাদা অংশ মিশিয়ে নিন। ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত।

৫। তৈলাক্ত ত্বক থেকে সানবার্ন বা ট্যান তোলার জন্য অ্যালোভেরা জেলের সঙ্গে শসার রস ও পাকা পেঁপে ভালো করে চটকে নিন। মুখে, হাতে, গলায় এবং ঘাড়ে মেখে রাখুন আধা ঘণ্টা। নিয়মিত এই মিশ্রণ মাখতে পারলে সমস্যার সমাধান হবে সহজেই

সূত্র: আনন্দবাজার

মন্তব্য
Loading...