আলোচিত-সমালোচিত অভিনেতা ও ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম মুক্তিযুদ্ধ প্রজন্মলীগে যোগ দিয়েছেন। তাকে এ সংগঠনের সাংস্কৃতিক সম্পাদকের পদ দেওয়া হয়েছে।
মুক্তিযুদ্ধ প্রজন্মলীগে যোগদান ও নতুন পদ পাওয়ার পর তিনি মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
হিরো আলম ফেসবুকে তার ভেরিফায়েড ফ্যান পেজে এ সংক্রান্ত খবর ও ছবি শেয়ার করেছেন।
সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের হিরো আলম বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন ছিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করব। তার কবরে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানাব।’
তিনি আরো বলেন, ‘এই যে আজ এখানে আমি এসেছি, অনেকেই মনে করবে হিরো আলম মনে হয় আওয়ামী লীগে যোগ দিয়েছে। আমি কিন্তু আওয়ামী লীগে যোগ দেইনি। আমি কিন্তু বিএনপিতেও যোগ দেইনি।’
তবে তিনি জানিয়েছেন আগামী নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আর নির্বাচনে অংশ নেবেন না। যে কোনো একটি দলের হয়ে নির্বাচন করবেন তিনি।
মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগতো আওয়ামী লীগমনা একটি সংগঠন, তাহলে কি আপনি আওয়ামী লীগের লোক- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর এড়িয়ে হিরো আলম বলেন, ‘এটা সভাপতিকে জিজ্ঞেস করেন।’
হিরো আলম বলেন, ‘আমার জীবনের শেষ ইচ্ছা এমপি হবো। আগামীতে বগুড়া-৬ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নিবো। এমপি নির্বাচিত হলে বৃহৎ পরিসরে মানুষের সেবা করতে পারবো। আর এটাই আমার চাওয়া।’
প্রসঙ্গত, মিউজিক ভিডিওর মাধ্যমে পরিচিত পাওয়া ডিশ ব্যবসায়ী হিরো আলম নানা কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপক আলোচিত-সমালোচিত একজন ব্যক্তিতে পরিণত হয়েছে। তবে তাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে জাতীয় সংসদের একাধিক নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে।
২০১৮ সালে তিনি প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে জাতীয় পার্টির টিকিট চেয়েছিলেন। টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে তিনি মাত্র ৬৩৮ ভোট পান।
এরপর চলতি বছরের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নেন তিনি। এর মধ্যে বগুড়া-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াই করে মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে আওয়ামীলীগ সমর্থিত জাসদের প্রার্থী এ কে এম রেজাউল করিমের কাছে হেরে যান। তবে বগুড়া-৬ আসনে ব্যাপকভাবে ধরাশায়ী হন। এখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসানের কাছে জামানত হারান তিনি।
সর্বশেষ চলতি বছরের ১৭ জুলাই অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। সেখানে নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে পান ৫,৬০৯ ভোট।
বগুড়া ও ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের সময় আওয়ামীলীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিএনপি তাকে (হিরো আলম) মাঠে নামিয়েছে। অন্যদিকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীর সমর্থকদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিন হন হিরো আলম। তবে নানা অঘটনের পর আওয়ামীলীগ সংশ্লিষ্ট সংগঠন প্রজন্মলীগে যোগ দিয়ে নিজের নতুন পরিচয় নিশ্চিত করেন তিনি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.