এবার সুদানের খার্তুমের খোলাবাজারে ড্রোন হামলা চালানো হলো। ভরা বাজারে আকাশ থেকে বোমা ফেলা হলো। ঘটনায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ আহত। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুযুধান দুইপক্ষই একের অপরের দিকে আঙুল তুলেছে। এখনো পর্যন্ত জানা যায়নি কারা এই হামলা চালিয়েছে।
সুদানে সেনাপ্রধানের সঙ্গে লড়াই হচ্ছে আধা সামরিক বাহিনীর (আরএসএফ) প্রধানের। গত পাঁচ মাস ধরে তারা লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে। সুদানের রাজধানী খার্তুমকে কেন্দ্র করে তীব্র লড়াই চলছে। ফলে লাখ লাখ মানুষ সুদান ছেড়ে পালিয়ে আশপাশের দেশে আশ্রয় নিয়েছেন। বহু বেসমরিক মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত শিশু এবং নারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার সকালে বাজারের উপর একটি ড্রোন উড়ে আসে। সকলে পালানোর আগেই সেই ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহু দূর থেকে ধোঁয়া দেখা যায়।
ডক্টরস বিয়ন্ড বর্ডারের কর্মীরা খার্তুমে হাসপাতাল চালাচ্ছেন। ঘটনার পর পরই সমাজমাধ্যমে তারা জানান, অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। পরে নিহতের সংখ্যা আরো বাড়ে।
ক্ষমতা দখলের লড়াই চলছে সুদানে। দেশটির সেনাপ্রধানের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছিলেন আধা সামরিক বাহিনীর প্রধান। নিজের বাহিনী নিয়ে সেনাপ্রধানের উপর আক্রমণ চালান তিনি। সেই থেকে যুদ্ধ শুরু হয়েছে। আর্টিলারি ফায়ারিং থেকে বিমান হামলা- দুইপক্ষই সমস্তরকম অস্ত্র ব্যবহার করছে। একাধিকবার দুইপক্ষের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি করানো হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কোনো পক্ষই তা মানেনি। পাঁচ মাস ধরে চলছে লড়াই। এতে কয়েকলাখ মানুষ ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেশটিতে খাদ্যসংকট দেখা দিয়েছে। কিন্তু দুইপক্ষের লড়াই থামছে না। সূত্র্র: ডিডাব্লিউ, রয়টার্স, এএফপি
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.