সাপ্তাহিক লুজারের শীর্ষে খান ব্রাদার্স

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২.০১ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৫৯ কোটি ২০ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ কোটি ৮০ লাখ টাকা।
ড্যাফোডিল কম্পিউটার্স লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯.১৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৪ কোটি ৩১ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে ৬ কোটি ৮ লাখ  টাকা।
সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা ৮.৮৫ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, পেপার প্রসেসিং, রতনপুর স্টিল, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, নর্দার্ণ জুট ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.