পোলার আইসক্রীম ২৮তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের সমাপনী

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত “পোলার আইসক্রীম ২৮তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৩”র সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকাল ০৩ টা ৩০ মিনিটে পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজের হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহ সভাপতি গোলাম হাবিব, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মো: সেলিম মিয়া বাবু সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।

হ্যান্ডবল টুর্নামেন্টের বালক বিভাগের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় সানিডেইল এবং রানার্স – আপ হয় সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ এবং রানার্স – আপ সানিডেইল।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.