বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কথা একটাই, এ সরকারের পতন ঘটাতে হবে। এবার আমাদেরকে জয়ী হতেই হবে।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ আবারও ফাঁকা মাঠে গোল দিতে চায়। কিন্তু এবার তাদেরকে বিনা ভোটের নির্বাচনে ওয়াকওভার নিতে দেবে না জনগণ।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনরুদ্ধারের আন্দোলন হলো দ্বিতীয় মুক্তিযুদ্ধ। আমরা ফ্যাসিস্টের পতন, গণতন্ত্র পুনরুদ্ধারে জন্যই লড়াই করছি। এই সরকার স্বাধীনতার সব অর্জন নষ্ট ও ধ্বংস করে ফেলেছে।
বিএনপির এই নেতা বলেন, গ্রেপ্তার ও জেলে ঢুকিয়ে জনগণের আন্দোলন থামানো যাবে না। আন্দোলন করে এই সরকারের পতন ঘটানো ছাড়া অন্য কোনো পথ নেই। এ আন্দোলনে বিজয়ী হতে হবে।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যে দেশে রাজত্ব করে পাপীরা, সে দেশে আর ভালো মানুষ থাকতে পারে না।
তিনি বলেন, পুলিশ দাসত্ব বাহিনী হিসেবে কাজ করছে। বিচারকরা বিরোধীদের দ্রুত সাজা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এর মূল উদ্দেশ্য জেলে ঢুকিয়ে আগের মতো নির্বাচন করা।
গয়েশ্বর বলেন, শেখ হাসিনা এবার এককভাবে নির্বাচন করতে পারবে না। আমাদের জেলে নেওয়ার আগে ওনাকে নির্বাসিত হতে হবে। জয় আমাদের হবেই।
সভায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সাবেক ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
অর্থসূচক/এমএস
 
			
 
						

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.