চট্টগ্রামে এবার ড্রেনে পড়ে নিখোঁজ দেড় বছরের শিশু

চট্টগ্রামে এবার ড্রেনে পড়ে নিখোঁজ রয়েছে দেড় বছরের ছোট্ট শিশু ইয়াছির আরাফাত। রবিবার বিকাল ৫টায় নগরের আগ্রাবাদ রঙ্গীপাড়া এলাকায় এম হাশেম টাওয়ারের পাশে ড্রেনে এ ঘটনা ঘটে।

শিশুটির বাবার নাম সাদ্দাম হোসেন। রঙ্গীপাড়ায় পরিবার নিয়ে বসবাস করেন তিনি।

খবর পেয়ে শিশুটি উদ্ধারে বিকাল সাড়ে ৫টা থেকে ওই ড্রেনে তল্লাশি চালাচ্ছে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে ময়লা-আবর্জনায় ড্রেনটি ভর্তি হওয়ায় এবং পানি আটকে থাকায় অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মকর্তা শফিকুল ইসলাম।

শিশুটি কীভাবে ড্রেনের কাছে গেল তা আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

তবে নিখোঁজ শিশুর বাবা সাদ্দাম হোসেনের ধারণা, খেলতে অথবা রাস্তায় হাঁটতে গিয়ে তার ছেলেটি ড্রেনে পড়ে গেছে।

এর আগে গত ৭ আগস্ট হাটহাজারী উপজেলার দক্ষিণ পাহাড়তলী সিটি করপোরেশন ওয়ার্ডের ইসলামিয়া হাট বাদামতল এলাকায় ড্রেনে পড়ে মারা যান নিপা পালিত (১৯) নামে হাটহাজারী সরকারী কলেজের এক ছাত্রী। ২০২১ সালের ২৫ আগস্ট মুরাদপুরে নালায় পড়ে তলিয়ে যান সবজি বিক্রেতা সালেহ আহমেদ। দুই বছরেও তার খোঁজ মেলেনি।

একই বছর ২৭ সেপ্টেম্বর রাতে আগ্রাবাদ শেখ মুজিব সড়কে জেক্স মার্কেটের সামনে নালায় পড়ে নিখোঁজ হন সেহেরীন মাহবুব সাদিয়া (১৯) নামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রী। চার ঘন্টা পর তার লাশ পাওয়া যায়।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.