খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ গড়তে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ফেনীর ছাগলনাইয়ায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি অনুদান দিয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) ব্যাংকের বিশেষ সিএসআর ফান্ডের আওতায় এই অনুদান দেয়া হয়।
মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছে ২টি পাওয়ার টিলার হস্তান্তর করেন।
এসময় মার্কেন্টাইল ব্যাংকের কুমিল্লা-নোয়াখালী রিজিওনাল হেড ও এসভিপি ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ হোসেন, মার্কেন্টাইল ব্যাংক ছাগলনাইয়া শাখা প্রধান বাহার উদ্দিন, এলাকার গন্যমান্য ব্যক্তি ও কৃষকরা উপস্থিত ছিলেন।
ইতিপূর্বে এ বছরের ২৪ জুন ওই এলাকার কৃষকদের মাঝে আরও ১টি পাওয়ার টিলার মেশিন অনুদান দেয়া হয়েছে।
অর্থসূচক/ এইচএআই
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.