ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মোঃ হামিদ উল্লাহ্ ভূঁঞার নেতৃত্বে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অব বাংলাদেশ (আইসিএমএবি) ও ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অব বাংলাদেশ (আইসিএবি) এর প্রতিনিধি দল বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপির সাথে সাক্ষাত করেছে।
বুধবার (৯ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় তারা বাংলাদেশে অ্যাকাউন্টিং পেশার উন্নয়ন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন। মন্ত্রী ধৈর্য সহকারে প্রতিনিধিদলের কথা শুনেন এবং বাংলাদেশের জনস্বার্থ রক্ষার স্বার্থে এফআরসি এবং পেশাদার অ্যাকাউন্টিং সংস্থাগুলিকে সহায়তা করার প্রতিশ্রুতি দেন।
এফআরসির চেয়ারম্যান ডঃ মোঃ হামিদ উল্লাহ ভূঁইয়া, আইসিএমএবির সভাপতি মোঃ আবদুর রহমান খান এফসিএমএ এবং আইসিএবির সভাপতি মোঃ মনিরুজ্জামান এফসিএ কিছু পেশাগত বিষয় সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন এবং মন্ত্রীকে তার অত্যন্ত ব্যস্ত সময়সূচী থেকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.