বেলারুশ সীমান্তে সেনা উপস্থিতি জোরদার ন্যাটোর

প্রতিবেশী বেলারুশ সীমান্তে সামরিক শক্তি বাড়াচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের উত্তরপূর্ব ইউরোপের দেশগুলো। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সামরিক সংঘাতের ভেতরেই পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং লাটভিয়া প্রতিবেশী বেলারুশ সীমান্তে এই সামরিক উপস্থিতি জোরদার শুরু করেছে।

এরইমধ্যে এ সমস্ত দেশ তাদের সামরিক বাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছে। পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বেলারুশের দুটি সামরিক হেলিকপ্টার মঙ্গলবার প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার সময় পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে। তবে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় পোল্যান্ডের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে।

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জোরালোভাবে বলেছে, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী মিথ্যা দাবি করছে যাতে পূর্ব সীমান্ত তাদের সেনাবাহিনী মোতায়েন করা যায়। ওই দিন পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বেলারুশ সামরিক প্রশিক্ষণের বিষয়টি পোল্যান্ডকে জানিয়েছে তবে পূর্বাঞ্চলীয় বিয়ালোউইজার আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। ওই দিন বেলারুশের দুটি সামরিক হেলিকপ্টার খুব নিচু দিয়ে পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়ে। এজন্য হেলিকপ্টারগুলো রাডার সিস্টেমে ধরা খুব কঠিন হয়ে পড়েছিল। এ প্রেক্ষাপটে পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাক বেলারুশ সীমান্তে সেনা ও কম্ব্যাট হেলিকপ্টার মোতায়েনের নির্দেশ দিয়েছেন। পার্সটুডে

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.