চট্টগ্রাম-১০ আসনে জয়ী নৌকার বাচ্চু

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। নৌকা প্রতীকে মোট ৫২ হাজার ৯২৩ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. শামসুল আলম পেয়েছেন এক হাজার ৫৭২ ভোট।

রোববার রাত সাড়ে ৮টার দিকে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এই আসনে মোট ভোট পড়েছে ১১ দশমিক ৭০ শতাংশ।

চট্টগ্রাম মহানগরীর আটটি ওয়ার্ড নিয়ে গঠিত আসনটিতে মহিউদ্দিন বাচ্চু ও শামসুল আলম ছাড়া অন্যদের মধ্যে তৃণমূল বিএনপির প্রার্থী দীপক কুমার পালিত (সোনালী আঁশ) পেয়েছেন এক হাজার ৩০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী রশীদ মিয়া (ছড়ি প্রতীক) পেয়েছেন ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন প্রতীক) পেয়েছেন ৪৮০ ভোট ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট প্রতীক) পেয়েছেন ৩৬৯ ভোট।

এই আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে দুই লাখ ৪৮ হাজার ৯৩৮ জন পুরুষ এবং দুই লাখ ৩৯ হাজার ৬৭৭ জন নারী। উপনির্বাচনে মোট ভোটগ্রহণ হয়েছে ৫৭ হাজার ১৫৩টি, যা মোট ভোটারের ১১ দশমিক ৭০ শতাংশ।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.