গুঞ্জন উড়িয়ে বিশ্রামে যাচ্ছেন স্টোকস

শারীরিক এবং মানসিক ধকল কমিয়ে নিতে গত বছরের জুলাইয়ে ওয়ানডে ক্রিকেট ছেড়ে দেন বেন স্টোকস। তারপরও গুঞ্জন উঠেছিল অবসর ভেঙে আসন্ন ভারত বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলবেন তিনি। যদিও সেই গুঞ্জনে ছাই ঢেলে দিলেন স্টোকস। এবারের অ্যাশেজ সিরিজ শেষ করে লম্বা বিরতিতে যাচ্ছেন এই অলরাউন্ডার।

২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের জয়ের নায়ক ছিলেন স্টোকস। পুরো টুর্নামেন্টে খুব অসাধারণ পারফর্ম না করলেও ফাইনাল জেতাতে অনবদ্য ভূমিকা রাখেন এই অলরাউন্ডার। এ কারণেই আসন্ন ভারত বিশ্বকাপে ইংল্যান্ড দলে তার ফেরা নিয়ে গুঞ্জন ওঠে। যদিও তার ওয়ানডেতে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন স্টোকস, ‘আমি অবসরপ্রাপ্ত (ওয়ানডেতে)। এই ম্যাচের পর আমি ছুটিতে যাচ্ছি এবং আপাতত ভাবনায় শুধু এটাই আছে।’

কিছুদিন আগে অবসর ভেঙে দলের প্রয়োজনে টেস্ট দলে ফিরেছিলেন মঈন আলী। ইংল্যান্ডের মূল স্পিনার জ্যাক লিচ ইনজুরিতে পড়লে অ্যাশেজের আগমুহূর্তে দুশ্চিন্তায় পড়ে যায় দলটি। তারপর মঈনকে ফোন দিয়ে লাল বলের ক্রিকেটে ফেরান স্টোকস।

বিশেষ কোনো অবস্থায় ইংল্যান্ডের টেস্ট দলপতিকেও কেউ অনুরোধ করলে ফিরবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে রশিকতা করে স্টোকস বলেন, ‘আমি নিশ্চয়ই নিজেকে নিজে ফোন করতে পারি না!’

ছুটি কাটানো ছাড়াও আরেকটি ভাবনা আছে স্টোকসের। লম্বা সময় ধরে ভুগতে থাকা হাঁটুর চোটের স্থায়ী সমাধান করতে চান এই অলরাউন্ডার। প্রয়োজন হলে ছুরি-কাঁচির নিচেও যেতে চান ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার।

স্টোকস আরও বলেন, ‘এটার একটা সমাধান আমি অবশ্যই করতে চাই। এমনিতে ক্রিকেট চলার সময়ই বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ দেখিয়েছি এবং এই ধরনের কাজ করেছি। মোটামুটি সামলানো সম্ভব বলেই আমরা চালিয়ে গেছি। তবে এখন (অ্যাশেজ শেষে) চিকিৎসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ এই আলোচনার উপযুক্ত একটা সময় যে, হাঁটুর দুর্ভাবনা বাদ দিয়ে বোলিং করতে হলে আমি কী করতে পারি…। এই বিরতির সময়টায় এসব নিয়ে আলোচনা করব।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.