ফারজানা-নাহিদার র‍্যাঙ্কিংয়ে রেকর্ড

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ঐতিহাসিক এক সেঞ্চুরি হাঁকান ফারজানা হক। বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে সেটিই ছিল প্রথম সেঞ্চুরি। এই সেঞ্চুরিতে ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও ইতিহাস গড়েছেন বাংলাদেশের এই ব্যাটার। তার পাশপাশি রেকর্ড গড়ে র‍্যাকিংয়ে এগিয়ে গিয়েছেন নাহিদা আক্তারও।

নারী ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে র‍্যাঙ্কিংয়ের সেরা বিশে জায়গা করেছেন ফারজানা। এদিকে বোলিং র‌্যাঙ্কিংয়ে নাহিদাও ঢুকেছেন বিশের ঘরে। পৃথক পৃথক র‍্যাঙ্কিংয়ে দুজনই ১৯তম স্থানে পৌঁছে গেছেন। বাংলাদেশের হয়ে যা সর্বোচ্চ।

ভারতের বিপক্ষে ১-১ এ ড্র হওয়া তিন ম্যাচের এই সিরিজে ব্যাট হাতে ২৭, ৪৭ এবং ১০৭ রানের ইনিংস খেলেন ফারজানা। এতে নারী ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৯ নম্বরে উঠেছেন ফারজানা। ৩০ বছর বয়সী এই ব্যাটারের নামের পাশে এখন ক্যারিয়ার সর্বোচ্চ ৫৬৫ রেটিং পয়েন্ট। এর আগে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সেরা অবস্থান ছিল রুমানা আহমেদের। ২০১৭ সালে তিনি ২৫ নম্বরে উঠেছিলেন।

এই সিরিজে নাহিদার শিকার ছয় উইকেট। শেষ ম্যাচে ৩৭ রানে তিনটি উইকেট নেন তিনি। এমন পারফরম্যান্সে বোলারদের র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে গেছেন নাহিদা। তার পয়েন্ট ৫২৯। গত বছরের শেষদিকে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ নম্বরে উঠেছিলেন সালমা খাতুন। ফারজানা, নাহিদা ছাড়াও এই সিরিজে পারফর্ম করে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের দুই স্পিনার সুলতানা খাতুন ও রাবেয়া খান। বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে উঠে এসেছেন অফ স্পিনার সুলতানা। এ ছাড়া একশর বাইরে থেকে ৬০ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে জায়গা করে নেন তরুণ লেগ স্পিনার রাবেয়া।

এদিকে ভারতের ব্যাটারদের মধ্যে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে হার্লিন দেওল ৩২ ধাপ এগিয়ে ৫১ ও জেমিমা রড্রিগেজ ৪১ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন। এ ছাড়া ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বেথ মুনিকে টপকে প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের নাটালিয়া সিভার।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.