বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী এয়ারলাইনগুলোর মধ্য থেকে ১৯টি সেবা ক্যাটাগরিতে সেরা এয়ারলাইন ২০২৩ নির্বাচনের লক্ষ্যে শুরু হয়েছে মাসব্যাপী অনলাইন ভোটিং কার্যক্রম। বাংলাদেশ মনিটর পরিচালিত মতামত জরিপ কার্যক্রমে টাইটেল স্পন্সর হিসেবে সহযোগিতা করছে অনলাইন ট্রাভেল এজেন্সী শেয়ারট্রিপ। পার্টনার হিসেবে যুক্ত হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) এবং গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম Sabre।
২০২২-২৩ সালে সর্বনিম্ন চারবার এয়ার ট্রাভেল করেছেন এমন যেকোন প্রাপ্তবয়ষ্ক ব্যাক্তি অনলাইনে (https://bangladeshmonitor.com.bd/poll2023) তার মতামত দিতে পারবেন। ভোট প্রদানের শেষ তারিখ ২০ আগস্ট, ২০২৩।
এবার যেসকল ক্যাটাগরিতে ভোট দেয়া যাবে তার মধ্যে রয়েছে- সেরা বিজনেস শ্রেণী, সেরা ইকোনমি শ্রেণী, বিজনেস শ্রেণীতে সেরা মিল, ইকোনমি শ্রেণীতে সেরা মিল, সেরা ইনফ্লাইট বিনোদন ব্যবস্থা, সেরা ইনফ্লাইট সেবা (ইকোনমি শ্রেণী), সেরা ইনফ্লাইট সেবা (বিজনেস শ্রেণী), সেরা লয়ালটি (ফ্রিকোয়েন্ট ফ্লায়ার) প্রোগ্রাম, সেরা আঞ্চলিক এয়ারলাইন, সেরা দূরপাল্লার এয়ারলাইন, সেরা সার্বিক গ্রাহক অভিজ্ঞতা, বাংলাদেশে সেরা এয়ারপোর্ট লাউঞ্জ, সেরা বাজেট এয়ারলাইন, কার্গো এয়ারলাইন অফ দা ইয়ার, এবং এয়ারলাইন অফ দা ইয়ার।
এছাড়াও দেশী এয়ারলাইনগুলোর জন্য আলাদা চারটি ক্যাটাগরিতে ভোট দেয়া যাবে। এগুলো হলো- সেরা অনটাইম পারফর্মেন্স, সর্বাধিক গ্রাহক বান্ধব এয়ারলাইন, সেরা ইনফ্লাইট সেবা, এবং সেরা দেশীয় এয়ারলাইন।
আগামী ১৮ সেপ্টেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত গালা এওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ী এয়ারলাইনগুলোর নাম ঘোষণা করা হবে। বিভিন্ন সামাজিক এবং পেশাজীবী গ্রুপের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের বিচারক প্যানেল প্রাপ্ত ভোটের ভিত্তিতে বিজয়ীদের বির্বাচন করবেন।
ভ্রমণ বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটরের একটি ফ্ল্যাগশীপ প্রোগ্রাম হলো এয়ারলাইন অফ দা ইয়ার। ২০০৭ সালে এটি প্রবর্তন করা হয় এবং এবছর দশম বারের মতো এটি অনুষ্ঠিত হচ্ছে।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.