সিলেটের কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার পিয়াইনগুল কাজী কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৬ জনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কোম্পানীগঞ্জের কালিবাড়ি গ্রামের কাজী আমির উদ্দিন ও ইসলামপুর গ্রামের কালন মিয়া।
এ তথ্য নিশ্চিত করে সালুটিকর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, নিহতদের মধ্যে পাঁচজন সিএনজির যাত্রী, অন্যজন মাইক্রোবাসের চালক। সংঘর্ষের পর মাইক্রোবাস ও সিএনজি রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পানিতে পড়ে যায়।
জানা গেছে, কোম্পানীগঞ্জের সাদা পাথরগামী মাইক্রোবাসের ডানপাশের চাকা ফেটে সিলেটগামী সিএনজির সংঘর্ষ হয়। এতে অটোরিকশার পাঁচজন যাত্রী ঘটনাস্থলে মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান মাইক্রোবাসের চালক।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.