কমনওয়েলথ গেমস নিয়ে অনিশ্চয়তা

খরচ বেড়ে গেছে, তাই অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া কমনওয়েলথ গেমসের আয়োজন থেকে সরে এলো। যদিও গতবছর এপ্রিলে ভিক্টোরিয়া কমনওয়েলথ গেমসের আয়োজন করতে রাজি হয়।

তার আগে অন্য কোনো দেশ ২০২৬ সালের কমনওয়েলথ গেমস নিয়ে কোনো উৎসাহ দেখায়নি। কিন্তু সেই ভিক্টোরিয়াও এবার সরে দাঁড়ালো। তাই ২০২৬ সালের কমনওয়েলথ গেমস হবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ভিক্টোরিয়ার তরফে ড্যানিয়েল অ্যান্ড্রুস বলেছেন, গেমস আয়োজনের খরচ তিনগুণ বেড়ে গেছে। এই অবস্থায় তাদের পক্ষে আর এই গেমস করা সম্ভব নয়। সরকার ইতিমধ্যে গেমস কর্তৃপক্ষকে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। তারা কোনো মন্তব্য করেনি।

ড্যানিয়েল জানিয়েছেন, গতবার গেমস কর্তৃপক্ষ তাদের অনুরোধ করেছিলেন, তারা যাতে গেমসের আয়োজন করেন। তারা রাজি হয়েছিলেন। তারা গেমস করতে চেয়েছিলেন। কিন্তু তার জন্য তো যে কোনো মূল্য দেয়া সম্ভব নয়।

প্রথমে ধরা হয়েছিল, ভিক্টোরিয়ার তিনটি শহরে গেমস হবে। তার জন্য করচ হবে ২৬০ কোটি অস্ট্রেলিয়ান ডলার। কিন্তু এখন দেখা যাচ্ছে, খরচ হবে ছয়শ কোটি ডলার। গেমস আয়োজন করলে যে আর্থিক লাভ হবে, খরচ তার দ্বিগুণ। সে জন্যই তারা আর গেমস আয়োজন করতে উৎসাহী নন। তবে স্টেডিয়াম নবীকরণের কাজ শেষ করা হবে।

বিরোধী নেতারা অবশ্য জানিয়েছেন, এটা ভিক্টোরিয়া ও অস্ট্রেলিয়ার কাছে বিড়ম্বনার কারণ হলো। সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, বিবিসি

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.