গাইবান্ধায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে দুজন নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জুন) সকালে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জের পান্তাপাড়া এলাকার ব্র্যাক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন প্রাইভেট কারের চালক মিজান মিয়া (৩৫) ও প্রাইভেট কারের যাত্রী আবুল বাশার মিয়া (৫৫)। তাঁদের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মিজান কুমিল্লার মেঘনা উপজেলার দাউদকান্দি এলাকার হক মিয়ার ছেলে এবং বাশার মিয়া ঢাকার খিলক্ষেত এলাকার আবদুল মান্নান মিয়ার ছেলে।

দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফ আনোয়ার।

তিনি বলেন, প্রাইভেট কারের চালক একজন যাত্রী নিয়ে রংপুরের দিকে যাচ্ছিলেন। কারটি সকালে পান্তাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক মিজান ও যাত্রী বাশার মিয়া মারা যান। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের কোনো যাত্রী আহত হননি। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ দুটি উদ্ধার করেছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও তাঁর সহকারী পলাতক।

অর্থসূচক/এমএইচ

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.