বৃষ্টির ভোগান্তি নিয়েই ঈদুল আজহা উদযাপন

দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ শেষেই ধর্মপ্রাণ মুসল্লিরা পশু কোরবানি দিয়েছেন। তবে সকাল থেকে অনবরত বৃষ্টির ফলে ভোগান্তির কবলে পড়তে হয়েছে তাদের। টানা বৃষ্টি ঈদের আনন্দ অনেকটাই ম্লান করে দিয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়। এতে পশু জবাই করতে বেগ পেতে হয় মুসল্লিদের।

এছাড়া প্রচুর বৃষ্টিপাতের কারণে নগরীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতার। এতে ভোগান্তির মুখে পড়েন মানুষজন। ঈদ উপলক্ষ্যে অনেকের বাইরে ঘোরার ইচ্ছে থাকলেও শেষ পর্যন্ত বের হতে পারেননি।

বেলা ৩টার দিকে মতিঝিল, পল্টসহ রাজধানীর কয়েকটি সড়ক সরেজমিনে ঘুরে দেখা গেছে, অধিকাংশ রাস্তাঘাট ফাঁকা। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। সড়কে গণপরিবহনের পরিমাণও কম। তবে রিকশার আধিক্য দেখা গেছে।

মতিঝিলের বাসিন্দা আবির আহমেদ বলেন, সকালের দিকে রাস্তা একদম জনশূন্য ছিল। তবে বৃষ্টি কমার পর অনেকেই বাসা থেকে বের হওয়া শুরু করেছেন। সকালে ঈদের নামাজের সময় ব্যাপক বৃষ্টি ছিল। অনেকে বৃষ্টিতে ভিজে ঈদের নামাজ আদায় করেছেন। তারপর বাসায় গিয়ে পশু কোরবানি দিয়েছেন। বৃষ্টির কারণে পশু কোরবানি দিতে ভোগান্তি পোহাতে হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে ঢাকার দুই সিটি করপোরেশনের কর্মীরা মাঠে নেমেছেন। দুই সিটি করপোরেশনের প্রায় ১৯ হাজার কর্মী বর্জ্য অপসারণে কাজ করছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ২৪ ঘণ্টায় ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে। সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বৃষ্টির মধ্যেও দুই সিটি করপোরেশনের হাজার হাজার পরিচ্ছন্নতাকর্মী একযোগে কাজে নেমেছেন।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এক বার্তায় জানান, ৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিয়ন্ত্রণ কক্ষ/কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। যোগাযোগের নম্বর: ১৬১০৬, ০২-৫৫০৫২০৮৪

জানা গেছে, বর্জ্য অপসারণে ডিএসসিসির নিজস্ব ৩৫৭টি বিভিন্ন ধরনের যান-যন্ত্রপাতি (পে-লোডার ১০টি, বেকহো-লোডার ৪টি, স্কিড লোডার ৯টি, টায়ার ডোজার-৭টি, চেইন ডোজার ৩টি, ডাম্প ট্রাক-৯৬টি, কম্পেক্টর- ৫৩টি, পানিবাহী গাড়ি-৯টি ইত্যাদি) প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত হাতগাড়ি, বেলচা, কাটা ও টুকরিসহ অন্যান্য প্রয়োজনীয় মালামাল ওয়ার্ড পর্যায়ে সরবরাহ করা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

অর্থসূচক/এমএইচ

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.