এমটিবি’র ১২০তম শাখার উদ্বোধন

সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ঢাকার তেজগাঁওয়ে তাদের ১২০তম শাখার উদ্বোধন করেছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির উদ্বোধন করেন।

এছাড়াও এমটিবি’র মোঃ খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও; রেইস উদ্দীন আহ্মাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো; মোঃ বখতিয়ার হোসেন, চীফ অপারেটিং অফিসার; মোঃ শাফকাত হোসেন, হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন; আব্দুল মান্নান, হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন; অমিতাভ কায়সার, হেড অব ইন্ফ্রাস্ট্রাক্চার ডিভিশন এবং আজম খান, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট সহ শফিকুল আমিন চৌধুরী, সদ্য যাত্রা শুরু করা এমটিবি শাখার ব্যবস্থাপক এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.