চীনের মধ্যস্থতায় গত মার্চ মাসে দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে চুক্তি সই হওয়ার পর এবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে-সৌদ ইরান সফরে যাচ্ছেন আজ।
ইরানের একটি সরকারি সূত্র জানিয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফরের সময় ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী তেহরানে সৌদি দূতাবাস উদ্বোধন করতে পারেন বলেও জানা গেছে।
গত সপ্তাহে সৌদি আরবের রাজধানী রিয়াদে দূতাবাস চালু করেছে ইরান । এছাড়া, সৌদি বন্দরনগরী জেদ্দায় ইরানি একটি কনসুলেট অফিস খুলেছে।
গত ১০ মার্চ চীনের রাজধানী বেইজিংয়ে ইরান ও সৌদি আরব চুক্তি সই করার পর এক ঘোষণায় পরস্পরের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর গুরুত্ব তুলে ধরে বলেছিল, দুই দেশ এক অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.