সঙ্গিনীকে মেরে, দেহ টুকরো টুকরো করে কয়েকটি টুকরো প্রেসার কুকারে সেদ্ধ করলো লিভ ইন পার্টনার। এমন ঘটনা ঘটেছে ভারতের মুম্বইয়ে।
পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সি সরস্বতী বৈদ্য এবং ৫৬ বছর বয়সি মনোজ সানে মীরা রোডে গীতানগর এলাকায় একটি ফ্ল্যাটে থাকত। গত তিন বছর ধরে তারা একসঙ্গে থাকছিল। তারা ফ্ল্যাটটি ভাড়ায় নিয়েছিল। ওই ফ্ল্যাটের প্রতিবেশীরা তাদের খবর দিয়ে জানায়, খুব বাজে গন্ধ বেরোচ্ছে। পুলিশ গিয়ে সরস্বতীর পচাগলা দেহের টুকরো উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, ওই নারীকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। তারপর দেহ টুকরো করা হয়েছে। পুলিশ সানেকে গ্রেপ্তার করেছে। কেন সে সরস্বতীকে এভাবে হত্যা করলো, তা বোঝার চেষ্টা করছে পুলিশ। বৈদ্য পুলিশকে বলেছে, সরস্বতী আত্মহত্যা করেছিল।
পুলিশ জানিয়েছে, তারা ঘোষণা করেছে, কেউ যদি এই ব্যাপারে কিছু জেনে থাকেন, তাহলে যেন তা অবিলম্বে পুলিশকে জানান।
গতবছর শ্রদ্ধা ওয়াকারকে দিল্লিতে এইভাবে্ই হত্যা করে তার দেহ ৩৫ টুকরো করে ১৮ দিন ধরে বিভিন্ন জঙ্গলে ছড়িয়ে দিয়েছিল সঙ্গী আফতাব পুণাওয়ালা। তারাও মুম্বই থেকেই এসেছিল। সে কিছু টুকরো ফ্রিজেও রেখেছিল। আর শ্রদ্ধার মুখ পুড়িয়ে দিয়েছিল। আফতাবকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে হত্যা ও প্রমাণ নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। সূত্র: ডিডাব্লিউ, এনডিটিভি, পিটিআই
Mumbai Man Kills Live-In Partner, Chops Up Body, Boils In Cooker: Police https://t.co/FIawHMNcCh pic.twitter.com/NKycJUHRJL
— NDTV (@ndtv) June 8, 2023
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.