জ্বালানি সংকটের কারণে আবারও দোকানপাট ও বাণিজ্যিক ভবন রাত আটটার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। আগামী ১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
দেশটির ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের (এনইসি) বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
এ বিষয়ে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল বলেছেন, জ্বালানি বাঁচাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, রাত আটটার মধ্যে দোকানপাট ও বাণিজ্যিক ভবন বন্ধ করা হবে। এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ভবনগুলোর এলইডি বাতি ও গিজার বন্ধের সুপারিশ করা হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বছরে ১০০ কোটি রুপি সাশ্রয় হবে বলে দাবি করেন তিনি।
অর্থনৈতিক সংকটের কারণে গত জানুয়ারিতেও পাকিস্তানে রাত আটটার মধ্যে বিপণিবিতান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। এ ছাড়া রাত ১০টার মধ্যে বিয়ের অনুষ্ঠানের হলগুলো ফাঁকা করারও নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা এ পদক্ষেপের বিরোধিতা করায় সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবারের সিদ্ধান্তও ব্যবসায়ীরা মানবেন না বলে ইঙ্গিত দিয়েছেন। ব্যবসায়ীদের সংগঠন অল পাকিস্তান আনজুমান-ই-তাজিরনের প্রেসিডেন্ট আজমল বেলুচ বলেন, তারা রাত আটটার মধ্যে দোকান বন্ধ করবেন না। খবর- পার্সটুডে
অথসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.