আমির ফিরলে কার জায়গায় খেলবেন, প্রশ্ন গুলের

এক সময় পাকিস্তানের পেস বোলিং আক্রমণের অন্যতম ভরসা ছিলেন মোহাম্মদ আমির। যদিও কোচ মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিসের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। কোচিং স্টাফ থেকে মিসবাহ-ওয়াকারদের বিদায়ের পর অবশ্য আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগ্রহ দেখান আমির। যদিও তাকে ফেরাতে কোনো উদ্যোগই নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তারই এক সময়ের সতীর্থ উমর গুল বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ করেই আমির যখন অবসর নিল তখন আমি অবাক হয়েছি। একজন খেলোয়াড় যখন অফ ফর্মে থাকে তখন তাকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, এটা অস্বাভাবিক কিছু নয়। তাছাড়া একজন কোচের ওপর অভিমান করে তার এমন সিদ্ধান্ত নেয়া উচিত হয়নি। তার উচিত ছিল নিজের সেরা পারফরম্যান্সের মাধ্যমে সঠিক জবাব দেওয়া। তার নিজের ওপর চাপ না নিয়ে পারফরম্যান্সে উন্নতি করা উচিত ছিল। দলের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বোচ্চ উজাড় করে দেওয়া উচিত ছিল।’

বর্তমান সময়ে পাকিস্তান দলে আছেন একঝাঁক পেসার। হালের শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহদের মতো অনেক তরুণ পেসার। এ ছাড়াও পাকিস্তান দলের রাডারে আছেন মোহাম্মদ হাসনাইন ও হাসান আলীর মতো পেসারও।

এই সাবেক পেসার আরও বলেন, ‘সত্যি বলতে আপনি যদি হাসান আলী বা মোহাম্মদ হাসনাইনের কথা বলেন, যখন তারা দলে আছেন আপনি তাদের জায়গা নিশ্চিত করতে পারছেন না। এমন পরিস্থিতে আমির যদি অবসর ভেঙে আবার জাতীয় দলে ফিরতে চান তাহলে আপনি কাকে সুযোগ দেবেন। আপনার কাছে ইতোমধ্যে চার থেকে পাঁচজন নিয়মিত ফাস্ট বোলার আছে। যদি অদল-বদল করে তাদের খেলার সুযোগ করে দেওয়া হয়, তখন দেখা যাবে তারা সবাই ভালো করছে। তখন বাদ দেওয়া আসলে কঠিন। তাছাড়া বেশি পরীক্ষা-নিরীক্ষা করা অনেক সময় ভালো ফল বয়ে আনেও না।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.