বিজিসিসিআইয়ের নতুন সভাপতি এম. মাকসুদ

করোনা ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর এম. মাকসুদ রবিবার (২৮ মে) বিজিসিসিআই’র ২১ তম এজিএম-এ নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। উপস্থিত বিশিষ্ট অতিথিদের মধ্যে একজন ছিলেন জার্মান মিশনের চার্জ ডি অ্যাফেয়ার্স জান জানোস্কি।

বিজিসিসিআইয়ের নবনির্বাচিত পদাধিকারীরা হলেন করোনা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ম. মাকসুদ, সভাপতি; হোহেনস্টাইন ল্যাবরেটরিজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. কামরুজ্জামান এবং ডন ট্রেডিং ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ও সিইও ড. মোহাম্মদ এরশাদ হুসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট; রবার্ট বশ (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নবনীথা কৃষ্ণান এবং ওয়েবার পাওয়ার সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফারুক খান, ভাইস প্রেসিডেন্ট এবং গ্লোব ফরওয়ার্ডিং অ্যান্ড ফ্রেইট লিমিটেডের পরিচালক আদনান মোঃ ইকবাল, কোষাধ্যক্ষ ।

অন্যান্য নির্বাচিত পরিচালকরা হলেন, আমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রোকনুজ্জামান; হানা সিস্টেম লিমিটেডের পরিচালক লুকাস ভ্লাদিস্লো জাকরজেউস্কি; কেএসকে ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক, মিসেস সাবেরা আহমেদ কলি; এলওএস টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান, ওসমান হায়দার; ম্যান এনার্জি সলিউশন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারিক আনোয়ার; টিচিবো বাংলাদেশ অফিসের কান্ট্রি ম্যানেজার মিস কে.এম. থারাঙ্গা কে. অথনায়েকে; টুভ সুড বাংলাদেশ’র কান্ট্রি হেড কে. নাগরাজ; এবং থ্রী আই লজিস্টিকস (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ জাহাঙ্গীর আলম সরকার।

 

অর্থসূচক/ এইচএআই

মন্তব্য
Loading...