‘হারলেও ধোনি কিছু বলবেন না’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসের অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংস। আইপিএলে চারবার শিরোপা জয়ী দলটি প্রতি আসরেই দাপুটে পারফরম্যান্স করে থাকে। এবারের আসরেও সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে দলটি। দলের একটানা সাফল্যের রহস্য বলতে গিয়ে কয়েকদিন আগে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কৃতিত্ব দিয়েছিলেন ম্যানেজমেন্ট ও ক্রিকেটারদের। এবার দীপক চাহারের কণ্ঠেও ফুটে উঠল তেমনটাই।

আইপিএলে সবচেয়ে বেশিবার প্লে-অফ খেলা দল চেন্নাই। দীর্ঘ যাত্রার মাঝের দুই বছর নিষেধাজ্ঞার কারণে আইপিএলে অংশ নিতে পারেনি চেন্নাই। এ ছাড়া বাকি ১৪ আসরেই খেলেছে দলটি। প্লে-অফে উঠেছে এ নিয়ে ১২ বার। এবারের আসরের আগে খেলা ১১টি প্লে-অফের মধ্যে ৯ বারই ফাইনাল খেলেছে ধোনির চেন্নাই। এবারও খেলবে ফাইনাল। চারবার শিরোপা জিতলেও বাকি সময় অবশ্য হারতে হয়েছে তাদের। এমন সাফল্যের কারণে পাঁচবারের শিরোপাজয়ী মুম্বাই ইন্ডিয়ান্স থেকেও সফল দল হিসেবে বিবেচনা করা হয় চেন্নাইকে।

এমন সফলতা নিয়ে সাম্প্রতিক সময়ে কথা বলেছেন দলটির পেসার চাহার। তিনি বলেন, এখানে কেউ আপনাকে বলবে না- অনুশীলনে যাও, জিমে যাও। আপনি পেশাদার, কখন কী করতে হবে, সেটা বোঝা আপনার দায়িত্ব। আপনি চাইলে আজ অনুশীলন করতে পারবেন, না হলে পরশু। না করতে চাইলে কোনো সমস্যা নেই।

আইপিএলের গত মৌসুমটা অবশ্য খুবই বাজে কেটেছে চেন্নাইয়ের। গতবার ১০ দলের মধ্যে নবম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল তারা। এ ছাড়া ২০২০ সালটাও খুব একটা ভালো যায়নি দলটির।

চাহারের আরও বলবেন, ‘ম্যাচ হারলেও কেউ আপনার দিকে আঙুল তুলবে না। মাহি (মহেন্দ্র সিং ধোনি) ভাইও কিছু বলবে না। আমাদের একটা মৌসুম মোটেই ভালো যায়নি, এরপরও দলের পরিবেশ ভালো ছিল। কারও ওপর কোনো চাপ নেই। আরেকটা কারণ হলো মাহি ভাই। যখন প্রথম চেন্নাইয়ে আসি, লক্ষ করেছি তিনি সব সময় জুনিয়র ক্রিকেটারদের সঙ্গে ডিনারে বসতেন।’

আজ (২৮ জুন) আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে চেন্নাই। আজ জিতলেই আইপিএলে পঞ্চমবার শিরোপা জেতা হবে দলটির। এর আগে এতগুলো শিরোপা জিততে পেরেছে কেবল মুম্বাই ইন্ডিয়ান্স।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.