‘আমাদের অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতি মারাত্মক রকমের ভুল’

আরজিসির নৌ প্রধান

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতির যৌক্তিকতা প্রত্যাখ্যান করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার প্রধান বলেন, শুধুমাত্র ইরান এবং আঞ্চলিক দেশগুলো মিলে পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এজন্য আমেরিকা কিংবা অন্য কোনো দেশে সেনা উপস্থিতির কোনো প্রয়োজন নেই।

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের দেযফুল শহরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রিয়ার অ্যাডমিরাল তাংসিরি মার্কিন সেনাদের লক্ষ্য করেন বলেন, পারস্য উপসাগরের কৌশলগত অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার নামে আমাদের অঞ্চলে আপনাদের উপস্থিতি মারাত্মক রকমের ভুল।

আরজিসির নৌ প্রধান আরও বলেন, আমরা যদি শত্রুদের ব্যাপারে পিছুহটি তাহলে তারা নিশ্চিতভাবে আমাদের ওপর আধিপত্য বিস্তার করবে। সে কারণে আমাদের সামনে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং প্রতিরোধ করা ছাড়া কোন পথ খোলা নেই। এটি হচ্ছে আমাদের দেশের জনগণের জন্য বিজয়ের পথ। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.