ছয় জেলায় বজ্রপাতে ১৩ জনের মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী তাণ্ডব চালিয়েছে। মঙ্গলবার (২৩ মে) বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতও হয়েছে। এ সময় দেশের ছয় জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। দুপুর থেকে বিকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে।

প্রতিনিধিদের পাঠানো তথ্য তুলে ধরা হলো

নরসিংদীর রায়পুরা ও মনোহরদী উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন, রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর গ্রামের মোমরাজ মিয়ার স্ত্রী সামসুন নাহার, নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে জাবেদ মিয়া, মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাতরদিয়া গ্রামের বাদল মিয়ার ছেলে রায়হান মিয়া ও শিবপুরের দক্ষিণ সাধারচর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে খোকন মিয়া।

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শ্রমিকরা হলেন- জেলার চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামের বাসিন্দা শাকিল হোসেন ও রমিজ উদ্দিন।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নাসিরনগর উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের মায়ারামপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে মেনু মিয়া এবং নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামের মতি মিয়ার ছেলে মোজাম্মেল হক।

চাঁদপুরের সদর উপজেলার রামপুর ইউনিয়নে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মো. হাসান মিজি নামের একজন মারা গেছেন। হাসান মিজি পশ্চিম ছোট সুন্দর গফুর মিজি বাড়ির মো. কলিমউদ্দিন মিজির ছেলে। রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল মামুন পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে ওমর ফারুক নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। ওমর ফারুক উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদেহরিপুর গ্রামের আলিম উদ্দিনের ছেলে। ওমর ফারুক জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় বজ্রপাতে মোহাম্মদ মাইনুদ্দিন মান্দ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কোদালপুর ইউনিয়নের রশিদ সরদার পাড়া গ্রামের বাসিন্দা।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসলাম সিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

কু‌ড়িগ্রামের উলিপুর ও চিলমারীতে পৃথক বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। চিলমারীর রাণীগঞ্জ ইউপি সদস্য বাচ্চু মিয়া জানান, তার ওয়ার্ডের চরউদনায় ধান কাটতে গিয়ে চার কৃষক বজ্রপাতে আহত হয়েছেন। এ সময় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে এক কৃষক মারা যান। পরে অন্যদের উলিপুর হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়ছে।

অপর‌দিকে, বাদাম ক্ষেতে কাজ করতে গিয়ে উলিপুরের থেতরাই ইউনিয়নের চর গোড়াইপিয়ারে শাহাজালাল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তি‌নি দলদলিয়া ইউনিয়নের গণক পাড়ার র‌হিজ উদ্দিনের ছেলে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.