সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না কোহলি

চার বছর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সেঞ্চুরি পেলেন বিরাট কোহলি। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬৩ বলে ১০০ রানের ইনিংসে বেঙ্গালুরুকে জিতিয়েছেন তিনি। অবশ্য এই ইনিংসের আগেও স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা শুনতে হয়েছে কোহলিকে।

এবারের আইপিএলে নিয়মিতই হেসেছে কোহলির ব্যাট। ১৩ ম্যাচে ১৩৫.৮৫ গড়ে কোহলির ব্যাট থেকে এসেছে ৫৩৮ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বেঙ্গালুরুর এই ওপেনারের অবস্থান চার নম্বরে। এবারের মৌসুমে অন্তত ৩০০ রান করা ব্যাটারদের মধ্যে কোহলির স্ট্রাইক রেট তৃতীয় সর্বনিম্ন। তার চেয়ে কম স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন শুধু ডেভন কনওয়ে (১৩৪.৫৯) ও ডেভিড ওয়ার্নার (১২৮.৭৪)। কোহলির স্ট্রাইক রেট ১৩৫.৮৫।

অবশ্য ভারতীয় এই ব্যাটার জানিয়েছেন, ‘অতীত পরিসংখ্যান নিয়ে আমি ভাবি না। আমি ইতোমধ্যে নিজেকে অনেক চাপের মধ্যে ফেলেছি। কখনও কখনও ইমপ্যাক্ট ইনিংস খেলার পরও আমি নিজেকে নিজে যথেষ্ট কৃতিত্ব দেই না। তো সত্যি বলতে, বাইরে থেকে কেউ কিছু বললে আমার কিছু আসে যায় না। কারণ, এটা কেবল তাদের মতামত।’

কোহলি যোগ করেন, ‘আপনি নিজে যখন নির্দিষ্ট পরিস্থিতিতে পড়েন, তখন আপনি বুঝতে পারেন যে কীভাবে ক্রিকেট খেলায় জিততে হয়। আর আমি এটা লম্বা সময় ধরে করে আসছি। ব্যাপারটা এমন নয় যে আমি যখন খেলি, তখন আমার দলকে ম্যাচ জেতাতে পারি না। পরিস্থিতির চাহিদা অনুসারে খেলা নিয়ে আমি গর্ব করি।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.