চট্টগ্রামে এআইবিএল’র সেমিনার অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম জোনাল অফিস ও ট্রেনিং এন্ড রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে ‘Financial Inclusion: Concept & Operational Methodology of Islami Banking’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২ মে) নগরীর হোটেল সৈকতের পারকী কনভেনশন হলে সেমিনারটি সম্পন্ন হয়।

ব্যাংকের চট্টগ্রাম জোনাল হেড ও এসইভিপি মোহাম্মদ আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি ছিলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর জেনারেল মো. আবদুল আউয়াল সরকার। উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জোনাল অফিসের ভিপি ও ডেপুটি হেড এ.এফ.এম ফয়সাল কবীর, ট্রেনিং এন্ড রিচার্স ইসস্টিটিউটের এভিপি এস.এম. জুলকার নায়েন প্রমুখ। সেমিনারে নগরীতে অবস্থিত বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার শিক্ষক ও বিভিন্ন মসজিদের ইমামগণ অংশগ্রহণ করেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.