এতোদিন আলু রপ্তানিতে নগদ সহায়তার জন্য বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিইএ) প্রত্যয়নপত্র লাগতো। এখন থেকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রত্যয়ন সনদপত্র থাকলেই আলু রপ্তানি খাতে নগদ সহায়তা দেওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সকল অনুমোদিত ডিলারদের কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আলু রপ্তানি খাতে নগদ সহায়তা প্রদান অব্যাহত রাখার স্বার্থে বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিইএ) প্রত্যয়নপত্র দাখিল সংক্রান্ত রিট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ২০১৯ সালের ২০ অক্টোবরের সংযোজনী-ক অনুসারে রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রত্যয়ন সনদপত্র দাখিলের শর্ত বহাল থাকবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
জানা যায়, আলুতে ক্ষতিকর ব্রাউনরট রোগের উপস্থিতি শনাক্ত হওয়ায় ২০১৪ সাল থেকে আলু রপ্তানিতে রাশিয়া নিষেধাজ্ঞা আরোপ করে। আলু ব্যাকটেরিয়ামুক্ত ও নিরাপদ করতে বাংলাদেশ সরকার অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করায় ২০২২ সালের মার্চে রাশিয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এ সিদ্ধান্তের ফলে রাশিয়ায় বাংলাদেশের আলু রপ্তানির একটি বিশাল দ্বার উন্মোচিত হয়েছে। ২০১৫ সালে সর্বশেষ রাশিয়ায় ২০ হাজার টন আলু রপ্তানি হয়েছিল।
এদিকে দেশে ২০২১-২২ অর্থবছরে আলু উৎপাদন হয়েছে ১ কোটি ২ লাখ টন। এসময় রপ্তানি হয়েছিলো ৭৮ হাজার ৯১০ টন। এর আগের অর্থবছরে উৎপাদন হয়েছিলো ৯৯ লাখ টন। আর রপ্তানি হয়েছিলো ৬৮ হাজার ৭৭৩ টন। এছাড়া চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) উৎপাদন হয়েছে ১ কোটি ১১ লাখ টন এবং রপ্তানি হয়েছে ১৩ হাজার টন।
অর্থসূচক/এমএইচ/এমএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.