ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

দখলদার ইসরাইলের উপশহরে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা। গাজায় গতকালের ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল ইসরাইলি বাহিনী যে হামলা চালিয়েছে তাতে নারী ও শিশুসহ অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত ও ২০ জনের বেশি আহ্ত হয়েছেন।

আল-জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে, ইসরাইলের উপশহর সিদরুত ও আসকালানের দিকে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ফিলিস্তিনি সংগ্রামীরা। ক্ষেপণাস্ত্র হামলার পরপরই সিদরুতসহ কয়েকটি উপশহরে সাইরেনের শব্দ শোনা যায়।

এদিকে, গাজায় আজও ইসরাইলের বিমান হামলা অব্যাহত রয়েছে। আজকের হামলায় গাজার খান ইউনুসে অন্তত এক ফিলিস্তিনি নিহত ও অপর একজন আহত হয়েছেন। এছাড়া পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এ নিয়ে গত দুই দিনে ইসরাইলি হামলায় ১৬ জন ফিলিস্তিনি নিহত হলেন। পার্সটুডে

অর্থসূচক/এএএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.