দরপতনের শীর্ষে সী পার্ল বীচ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। আজ শেয়ারটির দর ১৯ টাকা ৫০ পয়সা বা ৮.৪৯ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সোমবার কোম্পানিটি সর্বশেষ ২১০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪ হাজার ৭১৪ বারে ১৪ লাখ ৪ হাজার ২২৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৯ কোটি ৭৭ লাখ টাকা।
আল-হাজ্ব টেক্সটাইল লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১১ টাকা ১০ পয়সা বা ৭.০৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৪৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
মিডল্যান্ড ব্যাংক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৯০  পয়সা বা ৬.০৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৪ টাকা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- হাইডেলবার্গ সিমেন্ট, মাইডাস ফাইন্যান্স, অ্যারামিট সিমেন্ট, একমি ল্যাবরেটরিজ, ইউনিলিভার কনজিউমার কেয়ার, বিজিআইসি ও সেন্ট্রাল ফার্মা লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.