দক্ষিণ কোরিয়ায় পরমাণু অস্ত্র-সজ্জিত সাবমেরিন পাঠাবে আমেরিকা

উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পরমাণু হুমকির মোকাবিলায় দক্ষিণ কোরিয়াকে রক্ষা করার লক্ষ্যে দেশটিতে পরমাণু-অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রে সজ্জিত সাবমেরিন মোতায়েন করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ওয়াশিংটন সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়েওলের সঙ্গে এক বৈঠকের পর একথা ঘোষণা করেন তিনি। হোয়াইট হাউজে গতকাল (বুধবার) দুই প্রেসিডেন্ট এ সংক্রান্ত চুক্তিতে পৌঁছেন এবং চুক্তির কথা এক যৌথ সংবাদ সম্মেলনে তারাই ঘোষণা করেন। এ সময় বাইডেন দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার মৈত্রীকে ‘ইস্পাতকঠিন’ বলে বর্ণনা করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের মধ্যকার মৈত্রীটি যুদ্ধের সময় গঠিত এবং শান্তির সময়ে উন্নতি লাভ করেছে। আমাদের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি ইস্পাতকঠিন এবং এই চুক্তিতে পারমাণবিক হুমকি প্রতিরোধের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে। সুনির্দিষ্ট করে বলতে গেলে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি এবং দেশটির হাতে মার্কিন নিষেধাজ্ঞার সুস্পষ্ট লঙ্ঘনের মোকাবিলায় এটির বিশেষ প্রয়োজন রয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, আমেরিকা শীতল যুদ্ধের সময়ের মতো দক্ষিণ কোরিয়ায় পরমাণু অস্ত্র পাঠাতে চায় না তবে দেশটিতে নিজের সামরিক শক্তি সাময়িকভাবে বাড়াতে চায়। এর অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় এমন সাবমেরিন পাঠাতে চায় যা পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রে সজ্জিত। এর আগে আমেরিকা ১৯৮০ সালে দক্ষিণ কোরিয়ায় সর্বশেষ ব্যালিস্টিক মিসাইল-সজ্জিত সাবমেরিন পাঠিয়েছিল। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.