সোনার বাংলা ট্রেনের আজকের যাত্রা বাতিল

রেলের ঈদযাত্রার প্রথম দিনেই দুর্ঘটনার কবলে পড়া সোনার বাংলা এক্সপ্রেসের সোমবারের (১৭ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম ট্রিপ বাতিল করেছে রেলওয়ে।

এ তথ্য নিশ্চিত করে রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান বলেন, ট্রেনটি উদ্ধার করে রাতের মধ্যে ঠিক করা সম্ভব হবে না। তাই আগামীকাল (সোমবার) এ ট্রেনের যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ট্রেনটি আগামী বুধবার চালানো হবে। একই সঙ্গে এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম জানান, এরই মধ্যে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ডিটিও চট্টগ্রাম তারেক মোহম্মদ ইমরানকে প্রধান করে গঠন করা তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রেলওয়ে বলেছে, সোনার বাংলা এক্সপ্রেসের সোমবারের যাত্রীরা ১৯ এপ্রিল বিশেষ ট্রেনে যেতে পারবেন। ১৯ এপ্রিল সকাল ৮টায় বিশেষ ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে যাবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে জানায়, রোববার সন্ধ্যায় হাসানপুর স্টেশনে দূর্ঘটনার কারণে সোনার বাংলা ট্রেনটির ৭টি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোচগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় আগামীকাল ১৭ এপ্রিল ঢাকা-চট্টগ্রাম ৭৮৮ সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

বাতিল করা ট্রিপ আগামী ১৯ এপ্রিল সকাল ৮টায় ঢাকা স্টেশন থেকে পরিচালনা করা হবে। যাত্রীরা যাত্রা বাতিল করতে চাইলে অনলাইনে টিকিট রিফান্ড করতে পারবেন।

রোববার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দিলে ট্রেনের ইঞ্জিন ৭টি বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত ৩০ জন আহত হয়েছে এবং তাদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.