ভারতে ফের বাড়ছে করোনা, ৩ রাজ্যে মাস্ক বাধ্যতামূলক

ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ। গত কয়েকদিনে দেশটির বিভিন্ন রাজ্যে রেকর্ড করোনা রোগী শনাক্ত হয়েছে। তাই দেশটির ৩ রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সরকার। রাজ্য তিনটি হলো, হরিয়ানা, কেরালা ও পুদুচেরি।

রোববার সকালে এক প্রতিবেদনে এই তথ্য জানায় এনডিটিভি।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এই সপ্তাহের শুরুতে করোনা সংক্রমণ নিয়ে একটি পর্যালোচনা সভা করেন। সেখানে তিনি রাজ্য সরকারগুলোকে করোনা সংক্রমণ বিষয়ে সতর্ক অবলম্বন এবং চিকিৎসা প্রস্তুতি পর্যালোচনা করতে বলেন।

এদিকে, সরকারি ও বেসরকারি উভয় ধরনের হাসপাতালের করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় জরুরি প্রস্তুতি মূল্যায়নের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেছেন, সরকার করোনা মোকাবিলায় প্রস্তুত রয়েছে। হাসপাতালে আইসিইউ, অক্সিজেন সরবরাহ এবং অন্যান্য সব বিষয়েও প্রস্তুতি রয়েছে।

করোনার চতুর্থ ঢেউয়ের বিষয়ে ভারতের স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের সবার সতর্ক হওয়া দরকার। করোনার শেষ সংক্রমণ ছিল ওমিক্রনের BF.7 সাব-ভেরিয়েন্ট। আর এখন XBB1.16 সাব-ভেরিয়েন্টের সংক্রমণ বাড়ছে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.