বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিনের মায়ের মৃত্যুতে ডিবিএর শোক

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদের মাতা মিসেস সামিয়া আহমেদ (৯৩) গত শুক্রবার (৭ এপ্রিল) গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে পূঁজিবাজারে ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

ডিবিএর পক্ষ থেকে এক শোক বার্তায় সংগঠনটির প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও এই শোক ও সমবেদনা জানান।

শোক বার্তায় বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদের মাতা মিসেস সামিয়া আহমেদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা ডিবিএর পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.