রোকেয়া আফজাল রহমান মারা গেছেন

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও প্রখ্যাত ব্যবসায়ী রোকেয়া আফজাল রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় সময় বুধবার (৫ এপ্রিল) সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮২ বছর।

মরহুমার পারিবারিক সূত্র জানিয়েছে, সিঙ্গাপুরের স্থানীয় সময় বুধবার ভোরে ঘুমন্ত অবস্থায় তিনি মারা যান। আগামীকাল বৃহস্পতিবার তার মরদেহ ঢাকায় নিয়ে আসা হবে।

রোকেয়া আফজাল রহমান এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন সাপোর্ট ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং নারী উদ্যোক্তা সমিতির সভাপতির দায়িত্বও পালন করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ ফেডারেশন অব উইমেন আন্ট্রাপ্রেনারসের সভাপতি এবং মিডাস ফাইন্যান্সিং লিমিটেডের চেয়ারপারসন ছিলেন।

অর্থসূচক/এএইচআর

মন্তব্য
Loading...