সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের জন্য যাওয়ার সময় বাস দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২৯ জন। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এখনো তাদের পরিচয় জানা যায়নি।
সোমবার (২৭ মার্চ) সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শারে এ ঘটনা ঘটে। আকাবা শারের ওই সড়কটি ১৪ কিলোমিটার, যা প্রায় ৪০ বছর আগে চালু হয়েছিল। পাহাড় কেটে নির্মিত সড়কটিতে ১১টি টানেল এবং ৩২টি সেতু রয়েছে বলে জানায় সৌদি প্রেস এজেন্সি।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ওমরাহ যাত্রীবাহী বাসটি একটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় এবং পরে আগুন ধরে যায়। এতে ২০ জন নিহত এবং ২৯ জন আহত হয়। আসির প্রদেশ ও আভা শহরের সংযোগকারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ওমরাহ পালনে মক্কা যাচ্ছিলেন। এখনো তাদের পরিচয় জানা যায়নি।
সৌদি সিভিল ডিফেন্স এবং রেড ক্রিসেন্টের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
Very sad
Horrific accident in #SaudiArabia
At least 20 people have been killed and about 30 others injured in a bus crash in Saudi Arabia.Dur to malfunction of the brake system the bus lost control and collided with a passenger car, and then rolled over and caught fire pic.twitter.com/ZpsA0Duf0M— Arthur Morgan (@ArthurM40330824) March 27, 2023
অর্থসূচক/এএইচআর