আইসিএমএবির খুলনা শাখায় ওরিয়েন্টেশন প্রোগ্রাম

আইসিএমএবির খুলনা-ভিত্তিক জানুয়ারি-জুন ২০২৩ সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের “ওরিয়েন্টেশন প্রোগ্রাম” খুলনার সোনাডাঙ্গায় সিএমএ ভবনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএমএবির প্রেসিডেন্ট মোঃ আব্দুর রহমান খান। সভাপতিত্ব করেন খুলনা শাখা কাউন্সিলের চেয়ারম্যান অশোক কুমার দেবনাথ।

আইসিএমএবির সেক্রেটারি মোঃ কাউসার আলম, ট্রেজারার মোঃ আখতারুজ্জামান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসনের প্রফেসর এস.এম. জাহিদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন।

খুলনা ব্রাঞ্চ কাউন্সিলের নব নির্বাচিত চেয়ারম্যান মো. আরিফুর রহমান ও বর্তমান সেক্রেটারি আব্দুল মোতালেব অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে খুলনার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.