সাপ্তাহিক গেইনারে ’বি’ ক্যাটাগরির আধিপত্য

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ তালিকায় আধিপত্য বিস্তার করেছে বি ক্যাটাগরির কোম্পানি। তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৭টিই ’বি’ ক্যাটাগরি কোম্পানি।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের। কোম্পানিটির দর ২৯.২০ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বমোট ৫ কোটি ৬৫ লাখ ৮৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১৩ লাখ ১৬ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে হাক্কানি পাল্প লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১২ দশমিক ৬০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩ কোটি ৬১ লাখ ৩৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭২  লাখ ২৭ হাজার ৪০০ টাকা।

ফাইন ফুডস লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১০.২৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৩ কোটি ৬৯ লাখ ৪৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সমতা লেদার কমপ্লেক্স, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন হাউজিং, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস,প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.