আজ বিশ্ব আবহাওয়া দিবস। অন্যান্য দেশের মত বাংলাদেশেও বিশ্ব আবহাওয়া দিবস উদযাপন হচ্ছে আমি আনন্দিত। জাতিসংঘ ঘোষিত আবহাওয়া ও জলবায়ুর টেকসই উন্নয়নের লক্ষে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। উচ্চ তাপমাত্রা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কাজ করে যাচ্ছে। জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের দেশ নাতিশীতোষ্ণ হলেও তা দিন দিন কঠিন হয়ে উঠছে। যার ফলে আমাদের দেশের কৃষি, মৎস্য, জীববৈচিত্র্য, জনস্বাস্থ্যসহ প্রায় প্রতিটা ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে। জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলার জন্য বিশ্বের ন্যায় বাংলাদেশও বিভিন্ন গবেষণা কার্যক্রম ও উন্নত প্রযুক্তির ব্যবহার করছে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দূর্যোগে ক্ষয়ক্ষতি কমানোর জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। উন্নত প্রযুক্তি যেমন- গাণিতিক মডেল, সর্বাধুনিক রাডার ও স্যাটেলাইট ব্যবহার করে প্রাকৃতিক দুর্যোগের অধিকতর সঠিক ও আগাম পূর্বাভাস প্রদানের মাধ্যমে দেশের অনেক ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা সম্ভব হয়েছে।
মো. আবদুল হামিদ বলেন, আমি আশা করি, আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আবহাওয়া ও জলবায়ুসংক্রান্ত সেবা দ্রুততার সঙ্গে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.