আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজারি শরীফে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের আস্তানায় হামলা চালানো হয়েছে। এ সময় বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান।
টুইটার একাউন্টে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেন, তালেবান অভিযানে বেশ কয়েকজন আইএস সন্ত্রাসী নিহত হয়েছে এবং প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। মাজারি শরীফ শহরের কয়েকটি এলাকায় তালেবান এসব অভিযান পরিচালনা করে। অভিযানে তালেবান ফোর্সের একজন সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।
এদিকে, বাল্খ প্রদেশের পুলিশের মুখ্যমন্ত্রী মোহাম্মাদ আসিফ ওয়াজির আফগানিস্তানের একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অভিযানে আইএসের তিনটি আস্তানা ধ্বংস হয়েছে। হামলায় নিহতরা সবাই তাজিকিস্তান ও উজবেকিস্তানের নাগরিক। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.