এমটিবির নারী দিবস ২০২৩ উদযাপন

প্রতি বছরের ন্যায় এবছরও “আন্তর্জাতিক নারী দিবস ২০২৩” উদযাপন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)।

সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নারী দিবস উদযাপন করে এমটিবি। এসময় অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, ইভেন্টের একটি অংশ হিসেবে একটি গ্রুপ ডিসকাশনের আয়োজন করা হয়েছিল যেখানে নারী ও পুরুষ এমটিবিয়ানরা তাদের মতামত তুলে ধরেন। পরে, জুরি প্যানেল দ্বারা বিজয়ীদের নির্বাচন করা হয়। ফারাহ্ কবির, এক্সিকিউটিভ ডাইরেক্টর, এ্যাকশন এইড বাংলাদেশ, আয়েশা কবির, হেড অব ইংলিশ, দৈনিক প্রথম আলো এবং সাদিয়া আফরিন মল্লিক, প্রখ্যাত কন্ঠশিল্পী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং প্যানেল আলোচনার জুরি সদস্য হিসেবে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এছাড়াও অনুষ্ঠানে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চীফ রিস্ক অফিসার, চৌধুরী আখতার আসিফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব গ্রুপ আইসিসি, গৌতম প্রসাদ দাস, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, মোঃ খালিদ মাহমুদ খান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো, রেইস উদ্দীন আহ্মাদ সহ এমটিবি-তে কর্মরত নারী ও পুরুষ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ডিপার্টমেন্ট-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত সকলে কেক কেটে দিবসটি উদ্যাপন করেন।

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.