দাপটে শুরুর পর ফিরলেন রনি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ দুই মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা জয়ের অন্যতম কারিগর ছিলেন তানভির ইসলাম। কদিন আগে শেষ হওয়া বিপিএলে হয়েছেন যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি। এমন পারফরম্যান্সের পর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পড়ে তার। প্রথম দুই ম্যাচে অভিষেক না হলেও কপাল খুলেছে শেষ টি-টোয়েন্টিতে।

স্যাম কারানের স্লোয়ার ডেলিভারিতে ফ্লিক স্কয়ার লেগ দিয়ে চার মেরে নিজের রানের খাতা খুলেন রনি তালুদকার। পরের ওভারে ক্রিস ওকসের বিপক্ষে রনি ও লিটন দাসের আরও দুই চার। সাহসী ব্যাটিংয়ের প্রদর্শনীর শুরুটা হলো এভাবে। মাঝে অবশ্য গতিময় বাউন্সারে বাংলাদেশকে কাঁপিয়ে দেয়ার চেষ্টা করেছেন জোফরা আর্চার। তবে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে লিটনের সেই চার যেন সবকিছুকে তুড়ি মেরে উড়িয়ে দিলো। বাংলাদেশময় পাওয়ার প্লের শেষ ওভারে আউট হতে পারতেন রনি।

যদিও আর্চারের গতিময় ডেলিভারিতে টপ এজ হওয়া রনির ক্যাচ নিতে পারেননি রেহান আহমেদ। তাতে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের পুঁজি ৪৬ রান। তবে পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারে উইকেট হারায় বাংলদেশ। আদিল রশিদের বলে রিভার্স সুইপ করতে গিয়ে তারই হাতে ক্যাচ দেন রনি। ডানহাতি এই ব্যাটার এদিন আউট হয়েছেন ২২ বলে ২৪ রানের ইনিংস খেলে।

এদিকে ইংলিশদের হোয়াইটওয়াশ করার মিশনে তানভিরের অভিষেক করিয়েছে বাংলাদেশ। বাঁহাতি এই স্পিনারকে একাদশে নেয়া হয়েছে নাসুম আহমেদের পরিবর্তে। নিজের সেরা ছন্দে না থাকায় জায়গা হারিয়েছেন আফিফ হোসেন ধ্রুব। তার পরিবর্তে শেষ ম্যাচে খেলছেন শামীম হোসেন পাটোয়ারি। একাদশে দুই পরিবর্তনের দিনে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। বাংলাদেশ দুটি পরিবর্তন করলেও একাদশ অপরিবর্তিত রেখেছে সফরকারীরা।

অর্থসূচক/এমএইচ/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.