আইএফআইসি ব্যাংকে আর্থিক সাক্ষরতা দিবস পালিত

আইএফআইসি ব্যাংকের ১২৪৩টি শাখা-উপশাখায় একযোগে পালিত হলো আর্থিক সাক্ষরতা দিবস। এইবারের আর্থিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য ছিলো ‘প্রবাসী আয় বৈধ পথে প্রেরণের লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি’।

গত সোমবার (৬ মার্চ) দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে সারাদেশে নানা প্রান্তে ছড়িয়ে থাকা আইএফআইসি ব্যাংকের শাখা- উপশাখাগুলোতে বৈধপথে রেমিট্যান্স প্রেরণ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। শাখা-উপশাখায় দায়িত্বরত আইএফআইস ’র নিজস্ব কর্মীরা তাদের গ্রাহকদের আর্থিক বিষয় ও সেবা সম্পর্কে ধারণা প্রদানের পাশাপাশি বৈধপথে রেমিট্যান্স পাঠানোর ইতিবাচক দিকগুলো তুলে ধরেন।

সমাজের অনগ্রসর জনগোষ্ঠী, কৃষক, গার্মেন্টস শ্রমিক, বিশেষ করে তৃণমূল গ্রামীণ নারীদেরকে আর্থিক সেবা বিষয়ে সচেতন করে সার্বিক আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণই এই দিবস পালনের মূল লক্ষ্য। বাংলাদেশ ব্যাংকের আর্থিক সাক্ষরতা নির্দেশিকা অনুসারে, প্রতি বছর মার্চ মাসের প্রথম সোমবার আর্থিক সাক্ষরতা দিবস পালিত হবে। উল্লেখ্য যে, আর্থিক সাক্ষরতা কর্মসূচির অংশ হিসেবে আইএফআইসি ব্যাংক দেশব্যাপী প্রায় ১ লক্ষ মানুষের মাঝে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের বিষয়ে লিফলেট বিতরণসহ নানা কর্মকাণ্ড পরিচালনা করেছে।

 

অর্থসূচক/এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.