রাবিতে সংঘর্ষ: ৩০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ২৫০ থেকে ৩০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ।

রোববার রাতে মতিহার থানার এসআই আমানত উল্লাহ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মহানগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম বলেন, পুলিশ বাদী হয়ে মতিহার থানায় একটি মামলা দায়ের করেছে। গতকাল রাতেই মামলাটি দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

এদিকে রাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনার পর আজ পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। শিক্ষার্থীরা হল থেকে বের হয়নি বলে জানা গেছে। এ দিন ক্যাম্পাসের কোথাও কাউকে জড়ো হতে দেখা যায়নি। তবে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামতে পারেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটের সামনে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসা নিয়েছেন আড়াই শতাধিক শিক্ষার্থী।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.